Dr. Neem on Daraz
Victory Day

ইউটিউব থেকে সরানো হলো নিশো-মেহজাবীনের ‘ঘটনা সত্য’


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৬:০৬ পিএম
ইউটিউব থেকে সরানো হলো নিশো-মেহজাবীনের ‘ঘটনা সত্য’

ছবিঃ সংগ্রহিত

ঢাকাঃ ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত ঈদের নাটক ‘ঘটনা সত্য’। দর্শকদের একটি অভিযোগকে সম্মান করেই এ সিদ্ধান্ত নিয়েছেন নাটকের সংশ্লিষ্টরা।

এ বিষয়ে নাটকের নির্মাতা রুবেল হাসান বলেছেন, ‘আমরা গভীরভাবে দুঃখিত। দর্শকদের অভিযোগের ভিত্তিতে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছি। বিশেষ শিশু ও তাদের বাবা-মার প্রতি আমরা ক্ষমা প্রার্থনা করি।’ 

প্রয়োজনীয় সংশোধন করে নাটকটি ইউটিউবে ফের অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

মূলত জীবন ঘনিষ্ঠ কাহিনি নিয়ে তৈরি নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই সমালোচনার ঝড় ওঠে। প্রতিবন্ধী শিশুকে পাপের ফল বলে মন্তব্য করা হয় সেখানে।

এতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে, গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় ও তুমুল আপত্তি উঠেছে। একাধিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে ইতোমধ্যে।

সেসব সমালোচনা ও আপত্তির প্রেক্ষিতে ইউটিউব থেকে ‘ঘটনা সত্য’ নাটকটি সরিয়ে ফেলা হয়েছে। মঈনুল সানুর চিত্রনাট্যে নাটকটি প্রচার হয়েছিল চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে।

এতে ফারহান  নিশো অভিনয় করেছেন গাড়িচালকের চরিত্রে আর মেহজাবীন গৃহপরিচারিকার ভূমিকায়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে